জামালপুর পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে জমে উঠেছে পুলিশ নারী কল্যাণ (পুনাক) শিল্প মেলা।গত ২০ জানুয়ারি (শনিবার) মাসব্যাপি এ মেলার উদ্বোধন করেন পুনাক জামালপুরের উপদেষ্টা ফাতেহা পারভীন লুনা।
মেলায় প্রায় ৮০ টির মতো স্টল রয়েছে । সেসব স্টলে নারীদের উৎপাদিত পণ্যকে বেশি প্রাধান্য দেওয়া হবে বলে জানা গেছে।মূলত নারীদের বিভিন্ন পণ্য তৈরিতে উৎসাহিত করার পাশাপাশি শিল্প ও ব্যবসা প্রসারে পুনাক মেলার আয়োজন করা হয়েছে বলে জানা যায়।
এছাড়া মেলায় ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে নানা রকম ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যাচ্ছে।
মেলায় পণ্যের পাশাপাশি শিশু কিশোরদের দের জন্য রয়েছে নাগরদোলা, রাইড,স্লাইড।
তাছাড়া প্রাপ্ত বয়স্কদের মনোরঞ্জন করতে রয়েছে সার্কাস শো।
মেলায় প্রবেশ করতে হলে কাউন্টার থেকে ২০ টাকা মুল্যের একটি কুপন সংগ্রহ করতে হবে।মেলায় প্রতি সপ্তাহে রাফেল ড্র অনুষ্ঠিত হবে। প্রতি সপ্তাহে মেলায় মোটর সাইকেল সহ ৫১ টি পুরস্কার রয়েছে।
চমৎকার। সময় পেলে মেলা থেকে ঘুরে আসবো😎