২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জামালপুর স্টুডেন্টস এসোসিয়েশন কবিতা লিখন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছিলো।
জামালপুর স্টুডেন্টস এসোসিয়েশনের অনলাইন প্লাটফর্ম ফেসবুক গ্রুপে প্রতিযোগিতাটি শুরু হয়ে চলে ১০ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত। প্রতিযোগিতাটিতে অনেক শিক্ষার্থী তাদের প্রতিভা তুলে ধরে অংশ নেয়। ২৬শে মার্চে প্রতিযোগিতাটির ফলাফল ঘোষণার কথা থাকলেও ফেসবুক ডাউন থাকার কারনে করা হয়নি, তাই গতকাল ফলাফল প্রকাশিত হয়।
কবিতা লিখন প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয়,তৃতীয় হয়েছে যথাক্রমে শেখ রুবেল রহমান হাফিজ, নাহিদ আল হাসান ও নাদিম।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয়,তৃতীয় হয়েছে যথাক্রমে ফাতেমা জান্নাত বৃষ্টি, হেলাল আকন্দ ও ইরিন রহমান।
এছাড়াও রচনা প্রতিযোগীতায় মনিষা ও মিথিলা মীর।
কবিতা লিখন প্রতিযোগিতায় প্রথম হওয়া শেখ রুবেল রহমান হাফিজের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এই প্রথম কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট টাইমেই বিজয়ী হলাম। তবুও আবার প্রথম। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমি JSA এর মেম্বার ও এডমিন প্যানেলের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হওয়া ফাতেমা জান্নাত বৃষ্টির অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “JSA পরিবারের নিকট কৃতজ্ঞ। যেকোনো প্রতিযোগিতায় বিজয়ী হওয়াটা ভীষণ আনন্দের। আমি আপ্লুত এবং অশেষ শুকরিয়া। যারা প্রতিযোগিতার আয়োজন করে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের জেলায় অনেক প্রতিভাবান শিক্ষার্থী রয়েছেন।JSA এর হাত ধরে সুপ্ত প্রতিভাগুলো এভাবেই বিকশিত হোক। অংশগ্রহনকারী এবং বিজয়ীদের অভিনন্দন। সামনের দিনগুলোতে JSA আরো ভালো কাজ করুক।
সার্বিক মঙ্গল কামনা করছি।”
প্রতিযোগিতার পুরষ্কার কবে দেয়া হবে এমন প্রশ্নের জবাবে JSA এর সমন্বয়ক রেদোয়ান ফেরদৌস বলেন,”২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অতিসম্প্রতিই আমরা বিজয়ীদের মাঝে ফলাফল অনুযায়ী পুরস্কার বিতরণ করবো। আঞ্চলিক প্রতিভা অন্বেষণের আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”