jamalpur

জামালপুর জেলা কিসের জন্য বিখ্যাত?


লিখেছেন:
পাবলিশ হয়েছে: মার্চ ০৯, ২০২০

জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাংশের অঞ্চল। ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল । পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত। বিশেষ করে কৃষি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এটি রেল পথে জগন্নাথগঞ্জ ঘাট, এবং বাহাদুরাবাদ ঘাট ও ময়মনসিংহটাঙ্গাইল, এবং মেঘালয় (ভারত) এর সঙ্গে রাস্তা দ্বারা সংযুক্ত। কৃষি প্রধান এ অঞ্চলে মূলত প্রধান ফসলের মধ্যে ধানপাটআখসরিষা বীজচিনাবাদাম, এবং গম হয়। ভারত থেকে আমদানিকৃত পন্য ও রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হল জামালপুর।দেশের সবথেকে বড় সার কারখানা (যমুনা সার কারখানা) এখানেই রয়েছে।

ঐতিহাসিক সূত্রে জানা যায়, দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে (১৫৫৬- ১৬০৫) হযরত শাহ জামাল (র.) নামে একজন ধর্মপ্রচারক  ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ২০০ অনুসারী নিয়ে এ অঞ্চলে এসেছিলেন। পরবর্তীতে ধর্মীয় নেতা হিসাবে দ্রূত তার প্রাধান্য বিস্তার লাভ করে। ধারনা করা হয়, হযরত শাহ জামাল (র.) এর নামানুসারে এই শহরের নামকরণ হয় জামালপুর

জামালপুর জেলা বিখ্যাত প্যাড়া, ছানার পোলাও, ছানার পায়েস এবং বুড়ির দোকানের রসমালাই এর জন্য। জামালপুরে ভালো রসমালাই এবং মিষ্টি কই পাওয়া যায় জিজ্ঞেস করলে সবাই এই বুড়ির দোকানের নামটাই বলবে, স্থানীয় লোকেরা এই নামেই সাদাসিধে দোকানটা চেনে। তবে দোকানের সাইনবোর্ডে অবশ্য লেখা “বুড়ি মা” দোকান। প্রায় ৭০ বছর পুরানো দোকান। মিষ্টির মান ভালো হবার কারনে সেই যে পরিচিতি পেল দোকানটা, যার নামডাক আর মান এখনো অক্ষুণ্ণ আছে। আর জামালপুরের চর এলাকায় সবুজ ঘাস খেয়ে গরু যে খাটি দুধ দেয় তা থেকে তৈরি হয় চমৎকার ছানা। আর সেই ছানা থেকে তৈরি এখানকার ছানার পোলাও এবং ছানার পায়েসও খুব বিখ্যাত।


মন্তব্য লিখুন

আপনার ই-মেইল কেউ দেখতে পারবে না!

আরো পড়তে পারেন